Posts

Showing posts from March, 2023

মেয়েদের স্তনের বিভিন্ন রোগ চিকিৎসায় হোমিওপ্যাথি

Image
মেয়েদের বয়সভেদে ও বিভিন্ন অবস্থায় স্তনের বিভিন্ন রোগ হতে পারে। অনেক সময় উপযুক্ত সময়ের পূর্বেই  মেয়েদের স্তনের রোগ দেখা যায়। মেয়েদের পরিণত বয়সে মাসিক চলাকালে, গর্ভ কালে, শিশুকে স্তন্যদান স্তনের বিভিন্ন উপসর্গ দেখা যায়। এছাড়া মেয়েদের একটি কমন রোগ সাদাস্রাব থেকেও স্তনের রোগ সৃষ্টি হয়ে থাকে।  রোগভেদে স্তনের চিকিৎসায় যেসব হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা যেতে পারে তা নিম্নরূপ: ১. ফইটোলক্কা ২. ল্যাক ক্যান ৩. কোনিয়াম ৪. স্যাবাল ৫. আয়োডাম ৬. কার্বো এনি ৭. গ্রাফাইটিস  ৮. মার্ক সল  ৯. ক্যামোমিলা ১০. ক্যাল কার্ব ১১. ক্যাল ফস ১২. বেলাডোনা ১৩. ব্রায়োনিয়া ইত্যাদি।  উপযুক্ত সময়ের পূর্বেই যেসব মেয়েদের যৌন বাসনা তৈরি হয়, স্তন স্ফীত হয় তাদের চিকিৎসায় ক্যাল কার্ব ফলপ্রসূ। শিশুর স্তন স্পর্শকাতর হলে ক্যামোমিলা সেব্য। স্তনদ্বয় শিথিল ও সংকোচিত। ঋতুস্রাবের আগে ও পরে স্তনের বোঁটা বা স্তন বেদনাদায়ক হলে কোনিয়াম। স্তন সংকোচিত ও স্তনের বোঁটা ও এরোলা অংশে ছোট ছোট চর্মের গুটিকা থাকলে আয়োডাম। যৌন আকাঙ্খা হ্রাস এবং স্তনের অপূর্ণতায় স্যাবাল স্যারু সেব্য। স্তনের যন্ত্রণাদায়ক কাঠিন্য হলে কার্বো এনি। সঙ্...

Leukorrhea বা সাদাস্রাব এর হোমিওপ্যাথিক চিকিৎসা

Image
Leukorrhea বা সাদাস্রাব মেয়েদের খুব কমন একটা রোগ। এটা প্রায় মেয়েদেরই হয়ে থাকে। এটি মূলত জীবাণু ঘটিত রোগ। তবে রোগের ধরণ অনুযায়ী আরো অনেক কারণ রয়েছে।  হোমিওপ্যাথিতে রোগের ধরণ বা লক্ষণ অনুযায়ী অনেক ঔষধ রয়েছে। সঠিক লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ দিতে পারলে অবশ্যই এ রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। পাশাপাশি কিছু  শারীরিক অভ্যাস বা নিয়মও মেনে চলতে হয়। Leukorrhea বা সাদাস্রাব এর হোমিওপ্যাথিক ঔষধ হলো: ১. ক্যালকেরিয়া কার্ব ২. বোরাক্স ৩. গ্রাফাইটিস ৪. আর্সেনিক  ৫. পালসেটিলা ৬. প্লাটিনা ৭. সিঙ্কোনা  ৮. ক্রিয়োজট ৯. মার্ক সল ১০. কোনিয়াম ১১. স্যাবাল ইত্যাদি।  প্রদরস্রাব ক্ষয়কর, জ্বালাকর ও দুর্বলতা সৃষ্টিকারী হলে ক্যালকেরিয়া কার্ব, আর্সেনিক, বোরাক্স, গ্রাফাইটিস, ক্রিয়োজট ও মার্ক সল ইত্যাদির যেকোনোটি লক্ষণ অনুযায়ী সেব্য। প্রদরস্রাব প্রচুর ও জলবৎ হলে ক্যালকেরিয়া কার্ব, আর্সেনিক, বোরাক্স ইত্যাদি। বোরাক্সে জলবৎ পাতলা গরম পানি গড়িয়ে পড়ে। প্রদরস্রাবে চুলকানি থাকলে ক্রিয়োজট, মার্ক সল ও ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি।  প্রদরস্রাবের সাথে বন্ধাত্ব লক্ষণ থাকলে এগ্নাস, কোনিয়াম, বোরাক্স ও গ্রা...

আঁচিল এর চিকিৎসা

Image
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আঁচিলের তেমন কোন ফলপ্রসূ চিকিৎসা নেই। কিন্তু হোমিওপ্যাথিতে আঁচিল এর অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা রয়েছে। আঁচিল বিভিন্ন  ধরণের হয়ে থাকে এবং আঁচিলের ধরণ অনুযায়ী কিছু  কার্যকরী ঔষধ রয়েছে। আঁচিলের উপর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধসমূহ হলো:- ১. এন্টিম ক্রোড (Antim Crud) ২. ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb) ৩. কস্টিকাম (Causticum) ৪. এসিড নাইট (Acid Nit) ৫. থুজা (Thuja) পেটের পীড়া সংশ্লিষ্ট আঁচিলের চিকিৎসায় Antim Crud. শরীরের যেকোনো জায়গায় আঁচিল হতে পারে।  আমরা সাধারণত বাজার থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য যে ক্যালসিয়াম ক্রয় করে সেবন করি সেটাই মূলত Calcarea Carb. এতে পেট ও চর্মরোগ লক্ষণ থাকে। Calcarea Carb এর আঁচিল সাধারণত হাতে ও মুখমন্ডলে হয়ে থাকে। কস্টিকাম মূলত পেশির অকার্যকারিতায় বা পক্ষাঘাতে কাজ করে। কস্টিকামের আঁচিল সাধারণত মুখমন্ডলে  হয়ে থাকে।  এসিড নাইট চর্মের উপর বেশ ক্রিয়া করে থাকে। চর্মের উপর এর ক্রিয়া থাকায় শরীরের যেকোনো জায়গায় আঁচিলের চিকিৎসায় এসিড নাইট সেবন করা যায়। এসিড নাইটের আঁচিল আকারে একটু বড় হয়ে থাকে এবং সামান্য কারণেই রক্ত বেরিয়ে...

অকালে চুলপাকা

Image
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। চুলপাকার বহুবিধ কারণ রয়েছে। তবে এক্ষেত্রে একটা বিষয়  উল্লেখ্য যে, জেনেটিক কারণে যেসব ছেলেমেয়েদের  অল্প বয়সে যৌবন এসে যায়, তাদের শারীরিক ক্ষয়টাও দ্রুত হয়ে থাকে। স্বভাবতই শারীরিক উপাদানের ক্ষয় জনিত ঘাটতির কারণে এসব ছেলেমেয়েরা অপুষ্টিতে ভোগে থাকে। চুলপাকার তেমন কোন আধুনিক চিকিৎসা নেই।  তবে হোমিওপ্যাথিতে অল্প কয়েকটি ঔষধ রয়েছে।  সেগুলো যদি শুরুতেই সঠিকভাবে প্রয়োগ করে শারীরিক উপাদানের ঘাটতির বিষয়টি সচল রাখা  যায়, তবে হয়তো সমস্যাটির সমাধান হতে পারে।  এক্ষেত্রে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সরনাপন্ন হতে হবে।  অকালে চুলপাকার হোমিওপ্যাথিক ঔষধ হলো: ১. লাইকোপোডিয়াম ২. এসিড ফস ৩. সিকেলি কর অকালে চুলপাকার অনুষঙ্গ লক্ষণ হিসেবে বিভিন্ন পাকাশয়িক গোলযোগসহ যকৃত ও কিডনির অকার্যকারিতার ফলে অপুষ্টিতে ভোগার ক্ষেত্রে  লাইকোপোডিয়াম সেবনযোগ্য। যৌন দূরাচারের ফলে শারীরিক উপাদানের ঘাটতি জনিত অপুষ্টিতে এসিড ফস কার্যকরী। মানব শরীরে ফসফরাস অতি সামান্য থাকলেও শারীরিক উপাদান হিসেবে এর ভূমিকা ব্যাপক। চর্মের বিকৃতি জনিত অপুষ্টিতে সিকেলি ক...

অবসাদ, দুর্বলতা, চর্মরোগ

Image
 হোমিওপ্যাথিক মেডিসিন Arsenic Alb এর উপযোগিতা নিম্নরূপ : ১. সর্বাঙ্গীণ অবসাদ, দুর্বলতা তৎসহ অস্থিরতা।  ২. সামান্য পরিশ্রমে অত্যধিক ক্লান্তি।  ৩. উত্তেজনার পর দুর্বলতা।  ৪. জ্বালাকর যন্ত্রণা, উত্তাপে উপশম। ৫. রক্তের উপর কার্যকরী ক্ষমতা থাকায় রক্তস্বল্পতায়।   ৬. অপুষ্টি জনিত কারণে শরীর শুকিয়ে যাওয়া      বা ওজন কমে যাওয়া। ৭. ম্যালিগন্যান্ট বা উৎকট জাতীয় রোগে শারীরিক      তন্তুর ক্ষয়। ৮. বিষাক্ত হুলফোটা ও তামাক সেবনের কুফল। ৯. যেকোনো উপত্বক প্রদাহে।  ১০. সোরিয়াসিস, চামড়ার উপর অর্বুদ ইত্যাদি রোগ  বা রোগলক্ষণে Arsenic Alb এর অত্যন্ত কার্যকরী ক্ষমতা রয়েছে। ১১. পাতলা পায়খানা, জ্বর, বমি তৎসহ অস্থিরতা ও ক্লান্তি। অথবা জ্বর বা বমির সাথে অস্থিরতা ও ক্লান্তি লক্ষণে Arsenic alb অত্যন্ত কার্যকরী। ১২. চুলকানি, ফোঁড়া, ঘা-পাঁচড়াতে খুবই কার্যকরী। মো: আশরাফুল আলম খান  ডিএইচএমএস, ডিইউএমএস এম.এ (সাধারণ শিক্ষা)  ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

টিউমার, হার্টব্লক, দন্ত ব্যথা ও ক্ষয়

Image
 হোমিওপ্যাথিক মেডিসিন Calcarea Fluor এর উপযোগিতা নিম্নরূপ : ১. শারীরিক তন্তুর উপর Calcarea Fluor এর অত্যন্ত সুফলদায়ক ও কার্যকরী ক্রিয়া রয়েছে। যেমন: অর্বুদ বা টিউমার, স্তনের শক্ত গুটিকা, শিরাস্ফীতি ইত্যাদি।  ২. অস্থির অপুষ্টিতে Calcarea Fluor এর উপযোগিতা উল্লেখযোগ্য। বিশেষ করে দাঁতের শিথিল হওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া ও দাঁতের মাঢ়ির অস্থি গুটিকায় খুবই কার্যকর।  ৩. শিশুদের উরু অস্হি বা ফিমারের বিবৃদ্ধি ও অন্যান্য অস্থির টিউমারের মতো ফোলা বা বিবৃদ্ধি যেমন: হাত ও পায়ের আঙ্গুলের অস্থির ফোলা বা গাঁটের বিবৃদ্ধি।  ৪. চোখের ছানি ও ছোপের চিকিৎসায়। ৫. ধমনীর গাত্রে লিপিট জমা হয়ে শক্ত হয়ে যাওয়া ও স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া। যাকে আর্টেরিও স্কেলোরোসিস বলে। অর্থাৎ হার্টের ব্লকের চিকিৎসায় আমরা Calcarea Fluor সেবন করতে পারি। ৬. Calcarea Fluor মলদ্বারের অর্শ বলীও নিরাময় করে। মো: আশরাফুল আলম খান  ডিএইচএমএস, ডিইউএমএস এম.এ (সাধারণ শিক্ষা)  ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

দাঁত ব্যথা ও দাঁতের ক্ষয়

Image
 দাঁত ব্যথা, দাঁতের ক্ষয়, মাঢ়ি ফুলে যাওয়া, চোয়ালের অস্থি গুটিকা ও চোয়ালের পচন চিকিৎসায় হোমিওপ্যাথির অত্যন্ত সুফল আরোগ্যদায়ক চিকিৎসা রয়েছে।  তবে সঠিক চিকিৎসা নির্ভর করে দাঁতের উপর কার্যকরী ঔষধের উপযোগিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ, রোগের কারণ জেনে সঠিক ঔষধ নির্বাচন করা।  আমরা জানি দাঁতের প্রধান গাঠনিক উপাদান - ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম ফ্লোরাইড ছাড়া অস্থি গঠন হতে পারে না। দাঁতের উপর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হলো: ১. Calcarea phos 2. Calcarea fluor 3. Kreosot 4. Hekla lava 5. Staphysagria 6. Merc sol ইত্যাদি।  ছোটদের অনেক সময় দন্ত মকুট কালো হয়ে ক্ষয়ে যায়, দাতঁ ব্যথা থাকে অথবা দাঁত উঠতে বিলম্ব হয়। দাঁত উঠতে বিলম্ব হলে পাশাপাশি সুন্দর দাঁতের জন্য  ১. Calcarea phos 2. Calcarea fluor ঔষধ দুটো পর্যায়ক্রমে সেবন করা যেতে পারে  দাঁত ব্যথা ও দন্ত মকুট ক্ষয়ের সাথে শিশুর প্রাসঙ্গিক কিছু লক্ষণ থাকে। যেমন: কারো অতিরিক্ত লালাশ্রাব হয়। আবার কেউ ঘুমের ঘোরে বিছানায় মূত্রত্যাগ করে ফেলে। এক্ষেত্রে নিম্নের ঔষধ প্রযোজ্য : ১. Calcarea fluo...