মেয়েদের স্তনের বিভিন্ন রোগ চিকিৎসায় হোমিওপ্যাথি
মেয়েদের বয়সভেদে ও বিভিন্ন অবস্থায় স্তনের বিভিন্ন রোগ হতে পারে। অনেক সময় উপযুক্ত সময়ের পূর্বেই মেয়েদের স্তনের রোগ দেখা যায়। মেয়েদের পরিণত বয়সে মাসিক চলাকালে, গর্ভ কালে, শিশুকে স্তন্যদান স্তনের বিভিন্ন উপসর্গ দেখা যায়। এছাড়া মেয়েদের একটি কমন রোগ সাদাস্রাব থেকেও স্তনের রোগ সৃষ্টি হয়ে থাকে। রোগভেদে স্তনের চিকিৎসায় যেসব হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা যেতে পারে তা নিম্নরূপ: ১. ফইটোলক্কা ২. ল্যাক ক্যান ৩. কোনিয়াম ৪. স্যাবাল ৫. আয়োডাম ৬. কার্বো এনি ৭. গ্রাফাইটিস ৮. মার্ক সল ৯. ক্যামোমিলা ১০. ক্যাল কার্ব ১১. ক্যাল ফস ১২. বেলাডোনা ১৩. ব্রায়োনিয়া ইত্যাদি। উপযুক্ত সময়ের পূর্বেই যেসব মেয়েদের যৌন বাসনা তৈরি হয়, স্তন স্ফীত হয় তাদের চিকিৎসায় ক্যাল কার্ব ফলপ্রসূ। শিশুর স্তন স্পর্শকাতর হলে ক্যামোমিলা সেব্য। স্তনদ্বয় শিথিল ও সংকোচিত। ঋতুস্রাবের আগে ও পরে স্তনের বোঁটা বা স্তন বেদনাদায়ক হলে কোনিয়াম। স্তন সংকোচিত ও স্তনের বোঁটা ও এরোলা অংশে ছোট ছোট চর্মের গুটিকা থাকলে আয়োডাম। যৌন আকাঙ্খা হ্রাস এবং স্তনের অপূর্ণতায় স্যাবাল স্যারু সেব্য। স্তনের যন্ত্রণাদায়ক কাঠিন্য হলে কার্বো এনি। সঙ্...