অবসাদ, দুর্বলতা, চর্মরোগ


 হোমিওপ্যাথিক মেডিসিন Arsenic Alb এর উপযোগিতা নিম্নরূপ :

১. সর্বাঙ্গীণ অবসাদ, দুর্বলতা তৎসহ অস্থিরতা। 

২. সামান্য পরিশ্রমে অত্যধিক ক্লান্তি। 

৩. উত্তেজনার পর দুর্বলতা। 

৪. জ্বালাকর যন্ত্রণা, উত্তাপে উপশম।

৫. রক্তের উপর কার্যকরী ক্ষমতা থাকায় রক্তস্বল্পতায়।  

৬. অপুষ্টি জনিত কারণে শরীর শুকিয়ে যাওয়া 

    বা ওজন কমে যাওয়া।

৭. ম্যালিগন্যান্ট বা উৎকট জাতীয় রোগে শারীরিক 

    তন্তুর ক্ষয়।

৮. বিষাক্ত হুলফোটা ও তামাক সেবনের কুফল।

৯. যেকোনো উপত্বক প্রদাহে। 

১০. সোরিয়াসিস, চামড়ার উপর অর্বুদ ইত্যাদি রোগ 

বা রোগলক্ষণে Arsenic Alb এর অত্যন্ত কার্যকরী ক্ষমতা রয়েছে।

১১. পাতলা পায়খানা, জ্বর, বমি তৎসহ অস্থিরতা ও ক্লান্তি। অথবা জ্বর বা বমির সাথে অস্থিরতা ও ক্লান্তি লক্ষণে Arsenic alb অত্যন্ত কার্যকরী।

১২. চুলকানি, ফোঁড়া, ঘা-পাঁচড়াতে খুবই কার্যকরী।


মো: আশরাফুল আলম খান 

ডিএইচএমএস, ডিইউএমএস

এম.এ (সাধারণ শিক্ষা) 

ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

Comments