টিউমার, হার্টব্লক, দন্ত ব্যথা ও ক্ষয়
হোমিওপ্যাথিক মেডিসিন Calcarea Fluor এর উপযোগিতা নিম্নরূপ :
১. শারীরিক তন্তুর উপর Calcarea Fluor এর অত্যন্ত সুফলদায়ক ও কার্যকরী ক্রিয়া রয়েছে। যেমন: অর্বুদ বা টিউমার, স্তনের শক্ত গুটিকা, শিরাস্ফীতি ইত্যাদি।
২. অস্থির অপুষ্টিতে Calcarea Fluor এর উপযোগিতা উল্লেখযোগ্য। বিশেষ করে দাঁতের শিথিল হওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া ও দাঁতের মাঢ়ির অস্থি গুটিকায় খুবই কার্যকর।
৩. শিশুদের উরু অস্হি বা ফিমারের বিবৃদ্ধি ও অন্যান্য অস্থির টিউমারের মতো ফোলা বা বিবৃদ্ধি যেমন: হাত ও পায়ের আঙ্গুলের অস্থির ফোলা বা গাঁটের বিবৃদ্ধি।
৪. চোখের ছানি ও ছোপের চিকিৎসায়।
৫. ধমনীর গাত্রে লিপিট জমা হয়ে শক্ত হয়ে যাওয়া ও স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া। যাকে আর্টেরিও স্কেলোরোসিস বলে। অর্থাৎ হার্টের ব্লকের চিকিৎসায় আমরা Calcarea Fluor সেবন করতে পারি।
৬. Calcarea Fluor মলদ্বারের অর্শ বলীও নিরাময় করে।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস, ডিইউএমএস
এম.এ (সাধারণ শিক্ষা)
ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

Comments
Post a Comment