অকালে চুলপাকা
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। চুলপাকার বহুবিধ কারণ রয়েছে। তবে এক্ষেত্রে একটা বিষয়
উল্লেখ্য যে, জেনেটিক কারণে যেসব ছেলেমেয়েদের
অল্প বয়সে যৌবন এসে যায়, তাদের শারীরিক ক্ষয়টাও
দ্রুত হয়ে থাকে। স্বভাবতই শারীরিক উপাদানের ক্ষয় জনিত ঘাটতির কারণে এসব ছেলেমেয়েরা অপুষ্টিতে ভোগে থাকে।
চুলপাকার তেমন কোন আধুনিক চিকিৎসা নেই।
তবে হোমিওপ্যাথিতে অল্প কয়েকটি ঔষধ রয়েছে।
সেগুলো যদি শুরুতেই সঠিকভাবে প্রয়োগ করে শারীরিক উপাদানের ঘাটতির বিষয়টি সচল রাখা
যায়, তবে হয়তো সমস্যাটির সমাধান হতে পারে।
এক্ষেত্রে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের সরনাপন্ন হতে হবে।
অকালে চুলপাকার হোমিওপ্যাথিক ঔষধ হলো:
১. লাইকোপোডিয়াম
২. এসিড ফস
৩. সিকেলি কর
অকালে চুলপাকার অনুষঙ্গ লক্ষণ হিসেবে বিভিন্ন পাকাশয়িক গোলযোগসহ যকৃত ও কিডনির অকার্যকারিতার ফলে অপুষ্টিতে ভোগার ক্ষেত্রে
লাইকোপোডিয়াম সেবনযোগ্য।
যৌন দূরাচারের ফলে শারীরিক উপাদানের ঘাটতি
জনিত অপুষ্টিতে এসিড ফস কার্যকরী। মানব শরীরে ফসফরাস অতি সামান্য থাকলেও শারীরিক উপাদান হিসেবে এর ভূমিকা ব্যাপক।
চর্মের বিকৃতি জনিত অপুষ্টিতে সিকেলি কর কার্যকরী।
এক্ষেত্রে সিকেলি কর এককভাবে প্রয়োগ করা যেতে পারে। কিন্তু লাইকোপোডিয়াম কিছুদিন সেবনের পর
এসিড ফস সেবন করা যেতে পারে। অথবা পর্যায়ক্রমে সেবন করা যেতে পারে।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস, ডিইউএমএস
এম.এ (সাধারণ শিক্ষা)
ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

Comments
Post a Comment