আঁচিল এর চিকিৎসা
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আঁচিলের তেমন কোন ফলপ্রসূ চিকিৎসা নেই। কিন্তু হোমিওপ্যাথিতে আঁচিল
এর অত্যন্ত ফলপ্রসূ চিকিৎসা রয়েছে। আঁচিল বিভিন্ন
ধরণের হয়ে থাকে এবং আঁচিলের ধরণ অনুযায়ী কিছু
কার্যকরী ঔষধ রয়েছে। আঁচিলের উপর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধসমূহ হলো:-
১. এন্টিম ক্রোড (Antim Crud)
২. ক্যালকেরিয়া কার্ব (Calcarea Carb)
৩. কস্টিকাম (Causticum)
৪. এসিড নাইট (Acid Nit)
৫. থুজা (Thuja)
পেটের পীড়া সংশ্লিষ্ট আঁচিলের চিকিৎসায় Antim Crud. শরীরের যেকোনো জায়গায় আঁচিল হতে পারে।
আমরা সাধারণত বাজার থেকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য যে ক্যালসিয়াম ক্রয় করে সেবন করি
সেটাই মূলত Calcarea Carb. এতে পেট ও চর্মরোগ লক্ষণ থাকে। Calcarea Carb এর আঁচিল সাধারণত হাতে ও মুখমন্ডলে হয়ে থাকে।
কস্টিকাম মূলত পেশির অকার্যকারিতায় বা পক্ষাঘাতে
কাজ করে। কস্টিকামের আঁচিল সাধারণত মুখমন্ডলে
হয়ে থাকে।
এসিড নাইট চর্মের উপর বেশ ক্রিয়া করে থাকে। চর্মের
উপর এর ক্রিয়া থাকায় শরীরের যেকোনো জায়গায় আঁচিলের চিকিৎসায় এসিড নাইট সেবন করা যায়। এসিড নাইটের আঁচিল আকারে একটু বড় হয়ে থাকে এবং সামান্য কারণেই রক্ত বেরিয়ে আসে।
থুজা আঁচিলের চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ঔষধ। থুজার আঁচিলের একটি বিশেষত্ব হলো- আঁচিল স্পঞ্জের মতো, বৃন্ত বা বোটাযুক্ত ঝুলানো, ডুমুরের মতো এবং শ্লেষ্মা গুটিকাময়।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস, ডিইউএমএস
এম.এ (সাধারণ শিক্ষা)
ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

Comments
Post a Comment