দাঁত ব্যথা ও দাঁতের ক্ষয়


 দাঁত ব্যথা, দাঁতের ক্ষয়, মাঢ়ি ফুলে যাওয়া, চোয়ালের অস্থি গুটিকা ও চোয়ালের পচন চিকিৎসায় হোমিওপ্যাথির অত্যন্ত সুফল আরোগ্যদায়ক চিকিৎসা রয়েছে। 

তবে সঠিক চিকিৎসা নির্ভর করে দাঁতের উপর কার্যকরী ঔষধের উপযোগিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ, রোগের কারণ জেনে সঠিক ঔষধ নির্বাচন করা। 

আমরা জানি দাঁতের প্রধান গাঠনিক উপাদান - ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম ফ্লোরাইড ছাড়া অস্থি গঠন হতে পারে না।

দাঁতের উপর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ হলো:

১. Calcarea phos

2. Calcarea fluor

3. Kreosot

4. Hekla lava

5. Staphysagria

6. Merc sol ইত্যাদি। 

ছোটদের অনেক সময় দন্ত মকুট কালো হয়ে ক্ষয়ে যায়, দাতঁ ব্যথা থাকে অথবা দাঁত উঠতে বিলম্ব হয়।

দাঁত উঠতে বিলম্ব হলে পাশাপাশি সুন্দর দাঁতের জন্য 

১. Calcarea phos

2. Calcarea fluor

ঔষধ দুটো পর্যায়ক্রমে সেবন করা যেতে পারে 

দাঁত ব্যথা ও দন্ত মকুট ক্ষয়ের সাথে শিশুর প্রাসঙ্গিক কিছু লক্ষণ থাকে। যেমন: কারো অতিরিক্ত লালাশ্রাব হয়। আবার কেউ ঘুমের ঘোরে বিছানায় মূত্রত্যাগ করে ফেলে। এক্ষেত্রে নিম্নের ঔষধ প্রযোজ্য :

১. Calcarea fluor

2. Kreosot

3. Plantago major

বড়দের ক্ষেত্রে দাঁত ব্যথা, দাঁত নড়া, দাঁত ক্ষয়, মাঢ়িতে অস্থি গুটিকা ইত্যাদি রোগের সাথে স্বপ্নদোষ,  রতিজ দূরাচার ও অতিরিক্ত যৌনমিলন বা যৌনসম্ভোগ কারণ থাকা সাপেক্ষে নিম্নের ঔষধ কার্যকরী:

1. Calcarea fluor 

2. Staphysagria

3. Acid phos

4. Hekla lava

উপযুক্ত চিকিৎসা পেতে অবশ্যই আপনাকে একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।

মো: আশরাফুল আলম খান 

ডিএইচএমএস, ডিইউএমএস

এম.এ (সাধারণ শিক্ষা) 

ফোন: ০১৭২৮৭৩০৪৭৪

Comments