Leukorrhea বা সাদাস্রাব এর হোমিওপ্যাথিক চিকিৎসা
Leukorrhea বা সাদাস্রাব মেয়েদের খুব কমন একটা রোগ। এটা প্রায় মেয়েদেরই হয়ে থাকে। এটি মূলত জীবাণু ঘটিত রোগ। তবে রোগের ধরণ অনুযায়ী আরো অনেক কারণ রয়েছে।
হোমিওপ্যাথিতে রোগের ধরণ বা লক্ষণ অনুযায়ী অনেক ঔষধ রয়েছে। সঠিক লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ দিতে পারলে অবশ্যই এ রোগ
থেকে আরোগ্য লাভ করা যায়। পাশাপাশি কিছু
শারীরিক অভ্যাস বা নিয়মও মেনে চলতে হয়।
Leukorrhea বা সাদাস্রাব এর হোমিওপ্যাথিক ঔষধ হলো:
১. ক্যালকেরিয়া কার্ব
২. বোরাক্স
৩. গ্রাফাইটিস
৪. আর্সেনিক
৫. পালসেটিলা
৬. প্লাটিনা
৭. সিঙ্কোনা
৮. ক্রিয়োজট
৯. মার্ক সল
১০. কোনিয়াম
১১. স্যাবাল ইত্যাদি।
প্রদরস্রাব ক্ষয়কর, জ্বালাকর ও দুর্বলতা সৃষ্টিকারী হলে ক্যালকেরিয়া কার্ব, আর্সেনিক, বোরাক্স, গ্রাফাইটিস, ক্রিয়োজট ও মার্ক সল ইত্যাদির যেকোনোটি লক্ষণ অনুযায়ী সেব্য।
প্রদরস্রাব প্রচুর ও জলবৎ হলে ক্যালকেরিয়া কার্ব, আর্সেনিক, বোরাক্স ইত্যাদি। বোরাক্সে জলবৎ পাতলা গরম পানি গড়িয়ে পড়ে। প্রদরস্রাবে চুলকানি থাকলে ক্রিয়োজট, মার্ক সল ও ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি।
প্রদরস্রাবের সাথে বন্ধাত্ব লক্ষণ থাকলে এগ্নাস, কোনিয়াম, বোরাক্স ও গ্রাফাইটিস ইত্যাদি। প্রদরস্রাবের
সাথে স্তণের সংকীর্ণতা লক্ষণ থাকলে স্যাবাল, কোনিয়াম, আয়োডিয়াম ইত্যাদি। প্রদরস্রাবের সাথে যোনির শৈথিল্য বা যৌন আকাঙ্খা হ্রাস লক্ষণ থাকলে
এগ্নাস, সিপিয়া ইত্যাদি।
প্রদরস্রাবে মেয়েদের অনেক সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
এখানে সব উল্লেখ করা সম্ভব হয়নি। তবে লক্ষণ ও
রোগ অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ সেবনে অবশ্যই অচিরেই রোগ থেকে মুক্তি লাভ সম্ভব।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস, ডিইউএমএস
এম.এ (সাধারণ শিক্ষা)
ফোন: ০১৭২৮৭৩০৪৭৪।

Comments
Post a Comment