হোমিওপ্যাথির কতিপয় শব্দ

 


হোমিওপ্যাথিক ডাক্তারগণ সম্বন্ধযুক্ত, অনুপূরক বা পরিপূরক, ক্রিয়ানাশক ও পরবর্তী ঔষধ ইত্যাদি শব্দগুলোর প্রত্যেকটির সাথে পরিচিত। কিন্তু এভাবে ঔষধ নির্বাচন করে কতজন ডাক্তার সফল হয়েছেন - সেটাই আসলে বিচার্য বিষয়। 


বিশেষ করে হোমিওপ্যাথিতে যারা নতুন বা শিক্ষার্থী, তারা এভাবে ঔষধ নির্বাচন করে বিভ্রান্ত হয়ে পড়েন। আবার অনেকে আশাহত হয়ে হোমিওপ্যাথিক পেশা ছেড়ে দেন বা পেশা হিসেবে নিতে পারেন না।


হোমিওপ্যাথিতে সম্বন্ধযুক্ত ঔষধ বলতে আমরা সাধারণত ক্রিয়াস্থান ভিত্তিক সমতা, প্রকৃতি বা মিজাজের সমতা ও হ্রাসবৃদ্ধির সমতাকে বুঝি। যেমন: রাসটক্সের সাথে ক্যালকেরিয়া ফ্লুরের মিজাজগত ও হ্রাসবৃদ্ধিগত সম্পর্ক রয়েছে। কিন্তু রাসটক্সের আরো সম্বন্ধযুক্ত ঔষধের উল্লেখ থাকলেও কতটা সম্পর্ক আছে তা আমার জানা নেই।


এছাড়া অনুপূরক বা পরিপূরক ও পরবর্তী ঔষধ কতটা যুক্তিযুক্ত সে বিষয়েও আমি সন্দিহান। আমি যেটা বুঝি সেটা হলো বিপরীত প্রকৃতির ঔষধ। যেমন: আমি কোন রোগীকে এসিড ফস বা চায়না প্রয়োগে কোন রেজাল্ট পেলাম না, তখন বিপরীত প্রকৃতির ঔষধ হিসেবে এসিড পিক্রিক প্রয়োগ করি।


পরবর্তী ঔষধ না বলে আমি বলবো সুনির্বাচিত ঔষধ। 

একটা ঔষধ প্রয়োগে কোন রেজাল্ট না পেলে আমাকে ভাবতে হবে ক্রিয়াস্থান ভিত্তিক কোন ঔষধের সাথে রোগের সমতা রয়েছে, কোন ঔষধের সাথে রোগ লক্ষণের সাদৃশ্য রয়েছে, সেটাই আমাকে প্রয়োগ করতে হবে। পূর্বের ঔষধের বিপরীত প্রকৃতির ঔষধ অবশ্যই হতে হবে। এক্ষেত্রে আপনাকে ঔষধের ক্যারেক্টার ব্যাপকভাবে জানতে হবে। একটা ঔষধের সার্বিক চরিত্র ভালোভাবে জানা না থাকলে কখনোই আপনি ভালো ডাক্তার হতে পারবেন না।


হোমিওপ্যাথি বলতেই বুঝায় সুনির্বাচিত ঔষধ। আর এজন্য অবশ্যই আপনাকে প্রতিটি ঔষধের সার্বিক চরিত্র ব্যাপকভাবে জানতে হবে। আমি সার্বিক চরিত্র বলতে বুঝি- ঔষধের ক্রিয়াস্থান, মিজাজ বা প্রকৃতি, রোগ চিত্র এবং হ্রাসবৃদ্ধি ইত্যাদি বুঝি। 


হোমিওপ্যাথিতে ক্রিয়ানাশক শব্দটি তেমন এপ্লিকেবল হবার কথা নয়। বিষাক্ত ঔষধ বা ক্ষতিকর এসিড জাতীয় ঔষধ বা খনিজ উপাদানীয় ঔষধ অবশ্যই সূক্ষ্ম মাত্রায় সেবন করা। আমার কাছে হোমিওপ্যাথিক ঔষধের নিরাপদ শক্তি হলো ২০০ শক্তির ঔষধ। এভাবে নিয়ম অনুসরণ করে ঔষধ সেবন করলে আমার মনে হয় না ক্রিয়ানাশক ঔষধ নিয়ে আপনাকে ভাবতে হবে। তবে যারা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে রিসার্চ করেন বা প্রোভিং করেন তাদের অবশ্যই একটি নতুন ঔষধের ক্রিয়ানাশক জানা উচিত।

Comments