একাধিক হোমিওপ্যাথিক মেডিসিন সেবন বিধি
একাধিক হোমিওপ্যাথিক মেডিসিন পর্যায়ক্রমে বা একসাথে সেবনের বিষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর কোন নির্দেশনা নেই।
কিন্তু অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকগণ রোগীর চিকিৎসা ক্ষেত্রে ঔষধ সেবনের বিষয়ে নিজস্ব অভিজ্ঞতালব্ধ নির্দেশনা প্রদান করে থাকেন।
বাজারে অনেক কম্বাইন্ড পেটেন্ট হোমিওপ্যাথিক ঔষধ আছে। এগুলোও অনেক সময় বেশ সুফলদায়ক হয়।
আবার অনেকে তাৎক্ষণিক ২/৩ টি হোমিও ঔষধের মিশ্রণ কম্বাইন্ড আকারে সেবনের নির্দেশ প্রদান করে থাকেন। তবে এক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধের উপযোগিতা ও মিজাজ বা প্রকৃতি সম্পর্কে উপযুক্ত ধারণা থাকা প্রয়োজন।
আমি বলবো ক্ষেত্র বিশেষে একাধিক হোমিওপ্যাথিক ঔষধ পর্যায়ক্রমে বা একসাথে সেবন করা যায়। তবে এক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধের উপযোগিতার পাশাপাশি অবশ্যই একই মিজাজ বা প্রকৃতির হতে হবে।
উদাহরণ স্বরূপ ধরা যায় - একজন রোগীর অতিরিক্ত যৌনক্রিয়া করার ফলে শারীরিক উপাদানের ঘাটতি জনিত কারণে দাঁত ব্যথা ও দাঁতের ক্ষয়। এক্ষেত্রে রোগীকে দাঁতের কার্যকরী উপাদান হিসেবে Calcarea fluor দিলেন কিন্তু যে কারণে সমস্যাটির উদ্ভব হয়েছে
সেটা find out করে Staphysagria ও Acid phos দিলেন। তাতে রোগ নিরাময়টা তরান্বিত হবে।
তবে ঔষধের মিজাজ বা প্রকৃতি কিভাবে মিলাবেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন: আপনি Calcarea fluor এর সাথে Ferrum phos দিলে রেজাল্ট ভালো পাবেন না। ক্ষতির সম্ভবনাই বেশি।
আপনি Calcarea fluor এর সাথে Rhus tox দিতে পারেন।
আবার অনেক সময় মিজাজ একই হলেও ঔষধের সাদৃশ্যের কারণে রেজাল্ট ভালো পাবেন না। বরং ক্ষতির সম্ভাবনা থাকে। যেমন: Calcarea fluor এবং Calcarea phos বা Calcarea carb এর মিজাজের সাদৃশ্য থাকা সত্ত্বেও Calcarea উভয় ঔষধে থাকায় একসাথে সেবন না করাই শ্রেয়। তদ্রুপ Calcarea phos এবং Mag phos ঔষধ দুটোতে phos এর সাদৃশ্য রয়েছে। তবে একটা ঔষধ কিছু সেবনের পর অন্য ঔষধ সেবন করা। এক্ষেত্রে উপযুক্ত ঔষধের উপযোগিতা বুঝে ঔষধ নির্বাচন করতে হবে।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস, ডিইউএমএস
এম.এ (সাধারণ শিক্ষা)
ফোন: 01728-730474

Comments
Post a Comment