হোমিওপ্যাথিক ঔষধের প্রয়োগ বিধি
হোমিওপ্যাথিক ঔষধের পুণ প্রয়োগ হতে পারে। তবে এটা যাতে ঘন প্রয়োগ না হয়। হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ঔষধের মতো ঔষধ নয়। এটি প্রথমে শক্তি ও পরে ঔষধ। তাই যখন হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পর ক্রিয়া ভালোভাবে প্রকাশ পায় তখন ঔষধের পুণ ও ঘন প্রয়োগ কোনটাই কাম্য নয়।
ঔষধের ক্রিয়া ভালোভাবে প্রকাশ পেলে পুণ প্রয়োগের জন্য অপেক্ষা করতে হবে। আর ক্রিয়া প্রকাশ না পেলে সমপ্রকৃতির অন্য আরেকটি ঔষধ নির্বাচন করতে হবে।
তবে বিকৃত ক্রিয়া প্রকাশ হলে পূর্বের ঔষধের বিপরীত প্রকৃতির ঔষধ সেবন করতে হবে।
তবে অনেকে বলেন, ঔষধ খাওয়ার পর প্রথম কয়দিন বেশ ভালো লেগেছিলো। কিন্তু এখন আর ঔষধটি কাজ করছে না। এতে ধরে নিতে হবে, ঔষধটির ওভার ডোজ হয়েছে। এক্ষেত্রে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অন্য কোন ঔষধ সেবন না করাই শ্রেয়। কিন্তু
ভালো ক্রিয়ার পর শরীর খারাপ লাগলে সমপ্রকৃতির আরেকটি ঔষধ সেবন করা। পরে আবার প্রথম ঔষধে ফিরে আসা।
মো: আশরাফুল আলম খান
ডিএইচএমএস
ডিইউএমএস
এমএ
ফোন: 01728-730474

Comments
Post a Comment